Skip to main content

Child Labor

জাবের এন্ড জোবায়ের ফেব্রিক্সঃ লিমিটেড শিশুদের অধিকার ও স্বার্থরক্ষার সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে শিশুদের জন্য সুন্দর আগামী তৈরিতে ভূমিকা রাখিতে প্রতিশ্রুতিবদ্ধ। যেহেতু শিশু শ্রম একটি শিশুর মেধা, শারীরিক ও মানসিক বিকাশের পথে প্রধান অন্তরায়, তাই এই প্রতিষ্ঠানেঃ

  • কারখানা অভ্যন্তরে সকল ধরণের শিশুশ্রম নিষিদ্ধ।
  • উদ্ভুত কোন অনাকাঙ্খিত পরিস্থিতিতে কারখানা প্রাঙ্গনে কোন শিশুশ্রম পরিলক্ষিত হলে তা সংশোধণের লক্ষ্যে ও শিশু ও তার পরিবারের কল্যাণের বিষয় বিবেচনায় এনে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী প্রতিকারমুলক ব্যবস্থা গ্রহণ করা হইবে,
  • এই প্রতিষ্ঠানের সরবরাহকারী প্রতিষ্ঠান সমুহে শিশুশ্রম নিষিদ্ধ করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়,
  • কোন পরিস্থিতিতে এই প্রতিষ্ঠানের সরবরাহকারীদের প্রতিষ্ঠানে শিশুশ্রম পরিলক্ষিত হলে সংশোধনের লক্ষ্যে ও শিশু ও তার পরিবারের কল্যানের বিষয় বিবেচনায় এনে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী প্রতিকারমুলক ব্যবস্থার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়।
  • শিশুর বিকাশ সাধন, শিশু শ্রমের পরিণতি ও শিশুশ্রম প্রতিরোধে সামাজিক মুল্যবোধ ও দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে প্রতিষ্ঠানে কর্মরত সকলের সচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণ নিশ্চিত করিবার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়।
  • ১৪ বছর বয়সী বা তদোর্ধ কিশোর-কিশোরী দের স্ব স্ব শিক্ষপ্রতিষ্ঠান, প্রশিক্ষন কেন্দ্র বা কোন প্রশিক্ষন প্রোগ্রামের আওতায় কোন নির্ধারিত কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে বৃত্তিমূলক প্রশিক্ষন (ঠড়পধঃরড়হধষ ঞৎধরহরহম) প্রদান করবে। সেই লক্ষ্যে জাবের এন্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেডের কর্মপরিবেশ বিবেচনা করে ১৪ বছর বয়সী বা তদোর্ধ কিশোর-কিশোরীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট বৃত্তিমূলক প্রশিক্ষন (Vocational Training) প্রদান করার জন্য প্রয়োজনীয় ক্ষেত্র চিহ্নিত করবে এবং চিহ্নিত ক্ষেত্রগুলো বৃত্তিমূলক প্রশিক্ষন প্রদানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
  • বৃত্তিমূলক প্রশিক্ষন (ঠড়পধঃরড়হধষ ঞৎধরহরহম) গ্রহনকারীদের দিয়ে রাতে ও ঝঁকিপূর্ন কোন কাজ না করানো হয় সে ব্যবস্থা গ্রহন করবে।