জাবের এন্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড বাংলাদেশের শিল্প অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে পন্যের গুনগত মান ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে যেমন নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তেমনিভাবে ফ্যাক্টরীতে কর্মরত শ্রমিকগনের জীবনের নিরাপত্তা প্রদান ও জীবন যাত্রার মানোন্নয়নে নানাবিধ কর্মসূচী বাস্তবায়ন করছে। এছাড়াও উদ্ভুত যেকোন জরুরী অবস্থায় করনীয় বিষয়ে পরিকল্পনা প্রনয়ন করেছে। আলোচ্য পরিকল্পনাসমূহ জরুরী অবস্থায় প্রস্তুতি পরিকল্পনা হিসেবে বিবেচেত হবে।
জরুরী অবস্থা বিভিন্ন ধরনের হতে পারে
১. অগ্নিকান্ড
২. ভবন ধ্বস
৩. ভূমিকম্প
৪. বন্যা
৫. ঘূর্নিঝড়/বজ্রপাত
৬. মহামারী
৭. সন্ত্রাসী হামলা / বোমা হামলা
৮. জেনারেটর/কম্প্রেশার/ট্রান্সমিটার/বয়লার বিষ্ফোরন
৯. রাত্রীকালীন (ফ্যাক্টরী বন্ধ অবস্থায়) জরুরী অবস্থা (স্যাবোটাজ বা ডাকাতি বা রাহাজানি)
১০. উত্তেজিত শ্রমিকদের ব্যাপারে করণীয়
১১. রাসায়নিক বা পেট্রোলিয়াম জাতীয় পদার্থ হতে সৃষ্ট দূর্ঘটনায় করনীয়
১২. রাসায়নিক বা যান্ত্রিক দূর্ঘটনায় আহত / জখম ও শারিরীক অসুস্থতায় করনীয়
১৩. ইটিপি ওভারফ্লো/ স্ট্রাকচার ভেঙ্গে পড়া
১৪. শুকনো/ গুড়া কেমিক্যাল পড়ে যাওয়া
১৫. কোভিড-১৯ ভাইরাস
See Detailed Policy:
Recent Comments