জাবের এন্ড জোবায়ের ফেব্রিক্স লিঃ কাঁধে কাঁধ মিলিয়ে নারী-পুরষ নির্বিশেষে সকলের জন্য সমতার ভিত্তিতে কাজের ও মজুরীর ব্যবস্থা করার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ বৈষম্যহীন নীতিমালা প্রণয়ন ও এর বাস্তবায়নে জাবের এন্ড জোবায়ের ফেব্রিক্স লিঃ কর্তৃপক্ষ অঙ্গীকারবদ্ধ।
এ উদ্দেশ্যে- এই প্রতিষ্ঠানেঃ
১. সর্বক্ষেত্রে বৈষম্যমুক্ত পরিবেশ নিশ্চিত করা হয়,
২. বৈষম্যের ভিত্তিতে ভেদাভেদ না করে যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে নিয়োগ দান,
৩. বৈষম্যহীণ ভাবে এবং যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে মজুরী প্রদানের ব্যবস্থা নিশ্চিত করা হয়,
৪. শারীরিক প্রতিবন্ধী শ্রমিকদের প্রতিষ্ঠানের ভিতর চলাচলের জন্য প্রদান করা
৫. মহিলা শ্রমিক নিয়োগের সময় মাতৃত্বকালীন বিষয়ক প্রশ্ন না করা এবং মাতৃত্বকালীন অবস্থায় নিয়োগের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ না করা নিশ্চিত করা হয়,
৬. কর্মকালীন সময়ে শ্রমিকদের কাজের সাথে সম্পর্কিত নয় এমন সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা যেমনঃ শ্রমিকের গর্ভ পরীক্ষা, এইচ আই ভি বা হেপাটাইটিস বি ইত্যাদিকে সমর্থন করে না
৭. সকল শ্রমিককে তাদের নিজ নিজ ধর্ম বিশ্বাস অনুসারে ধর্ম পালনে স্বাধীনতা প্রদান করা হয়।
এই প্রতিশ্রুতির সফল বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।
Recent Comments